খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’
![]() |
| রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আজ সোমবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, খালেদা জিয়া ‘খুব সংকটজনক অবস্থায়’ চলে গেছেন। তিনি জানান, গতকাল রোববার রাত থেকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন রয়েছে।
আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান আজম খান।
আজম খান বলেন, ‘গতকাল রাত থেকে ম্যাডাম খুব গুরুতর অবস্থায় আছেন। আমাদের মাঝে ফিরতে তিনি লড়াই করছেন। এখনো পরিস্থিতি একই রকম সংকটপূর্ণ। কথা বলার মতো অবস্থায় এখনো তিনি পৌঁছাননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।’
এই বিএনপি নেতা আরও বলেন, ‘এখন খালেদা জিয়া ভেন্টিলেশনে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট—যা-ই বলুন। আসলে ম্যাডাম খুবই সংকটজনক অবস্থায় আছেন।’
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের চিকিৎসকেরা আগেই যুক্ত ছিলেন। এখন চীনের চিকিৎসকেরাও যুক্ত হয়েছেন। আজম খান বলেন, ‘সবাই মিলে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাকিটা আল্লাহর হাতে।’
এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তাঁর লিভারে জটিলতা, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছে।
২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব জানান, বিএনপির চেয়ারপারসনের অবস্থা ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’। পরদিন তিনি বলেন, দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার মতো শারীরিক সক্ষমতা এখনো হয়নি খালেদা জিয়ার।

একটি মন্তব্য পোস্ট করুন