[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাদি হত্যার প্রধান আসামিরা পালিয়েছিলেন ভারতে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি

প্রকাশঃ
অ+ অ-
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম। আজ রোববার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন  

শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তাঁর সহযোগী ভারতে পালিয়ে গেছেন, ডিএমপি জানিয়েছে। তাদের পালাতে সাহায্য করেছেন দুই ভারতীয় নাগরিক, যাদের মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ হাদি হত্যার দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে ভারতে পাঠাতে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পূর্তি ও সামী নামে ভারতীয় দুই নাগরিক।

রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, হাদির হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল। ঘটনার পর ফয়সাল ও আলমগীর ঢাকার বিভিন্ন স্থান অটোরিকশা ও গাড়ি ব্যবহার করে ময়মনসিংহ সীমান্তে পৌঁছান। সেখানে ফিলিপ ও সঞ্জয় নামের দুই ভারতীয় নাগরিক তাদের সীমান্ত পারাপার করান। পরে ফিলিপ তাদের মেঘালয়ের তুরা এলাকায় পৌঁছে দেন, এবং পূর্তি ও সামীর মাধ্যমে তারা ভারতে পালান।

ডিএমপি জানায়, হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, আর ৪ জন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭–১০ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের নেপথ্য অনেককেই শনাক্ত করা গেছে। তথ্যের স্বার্থে সবার নাম বলা যাচ্ছে না। প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।’

শহীদ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের পরে পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। মাথায় গুলি করে আততায়ীরা পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

গত রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে দাফন করা হয়।

এদিকে, হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ দুপুর দুইটা থেকে সারা দেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

গতকাল শনিবার রাত পৌনে একটার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। এর আগে রাত সাড়ে ১১টায় শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল, যা ডিএমপির সংবাদ সম্মেলনের পর বেলা দুইটা থেকে বাস্তবায়নের জন্য পুনঃনির্ধারণ করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন