[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শ্রদ্ধা ও ভালোবাসায় চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী পালন

প্রকাশঃ
অ+ অ-
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশনের পর জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন    

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)–সংলগ্ন রেহাইচর এলাকার সড়ক ভবন চত্বরে তাঁর শাহাদতস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবী ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

এ ছাড়া দিনব্যাপী সোনামসজিদে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং গণকবর জিয়ারতের কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর দক্ষিণ তীরের রেহাইচর এলাকায় সম্মুখযুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। সেদিন শহরকে শত্রুমুক্ত করতে চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হয়। তাঁর ইচ্ছা অনুযায়ী ক্যাপ্টেন জাহাঙ্গীরের মরদেহ সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন