লন্ডনে গেলেন ডা. জুবাইদা রহমান
![]() |
| লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান | ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে |
দুই সপ্তাহ শাশুড়ি খালেদা জিয়ার পাশে থাকার পর লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আজ শনিবার সকাল সাড়ে আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২০১) লন্ডনের উদ্দেশে রওনা হন তিনি।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশা নিয়ে ডা. জুবাইদা রহমান লন্ডনে ফিরে গেছেন। নির্ধারিত সময়েই উড়োজাহাজটি ঢাকা ছাড়ে। ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ডা. জুবাইদা রহমান গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে তিনি দেশে ফেরেন। বিএনপির সূত্র জানায়, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে জুবাইদা রহমান সার্বক্ষণিক হাসপাতালে থেকে তাঁর চিকিৎসা কার্যক্রম তদারক করেছেন।
তারেক রহমান ২০০৭ সালে এক–এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
১৭ বছরের বেশি সময় পর আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। এরই মধ্যে তিনি দেশে ফেরার জন্য ‘ট্রাভেল পাস’-এর আবেদন করেছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এই আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Comments
Comments