[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

প্রকাশঃ
অ+ অ-
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন | ছবি: হাইকমিশনের ফেসবুক পেজ থেকে

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন সব ধরনের কনসুলার সেবা ও ভিসা দেওয়া স্থগিত করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ সদস্যের একটি দল বিক্ষোভ করে। তারা প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।

ঘটনাটি নিয়ে গত রোববার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দিল্লির কূটনৈতিক এলাকায় বাংলাদেশ মিশন অত্যন্ত নিরাপদ স্থানে রয়েছে। সেখানে হিন্দু চরমপন্থীরা সহজে ঢুকতে পারবে না, তাই তারা আসতে পারেছে, এমন ঘটনা সম্ভাবনা কম।

এই ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলেও জানান তৌহিদ হোসেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন