[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দাউদকান্দিতে মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট

প্রকাশঃ
অ+ অ-
দাউদকান্দিতে মহাসড়কে ১২ কিলোমিটার যানজট। আজ বৃহস্পতিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনায় নেতা-কর্মীদের উপস্থিতি, অতিরিক্ত যানবাহন চলাচল, ঘন কুয়াশা, সড়ক দুর্ঘটনা এবং মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় টিকিট কাটায় দেরি—সব মিলিয়ে এই এলাকায় যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে।

গতকাল বুধবার রাত ১১টা থেকে ঢাকাগামী অতিরিক্ত যানবাহন মহাসড়কে প্রবেশ করা শুরু করে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার কারণে দাউদকান্দি উপজেলার গাজীপুর এলাকায় একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঢাকামুখী দুই লেনের একটি লেন বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার সময়ও ওই লেনে যান চলাচল বন্ধ ছিল।

মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় বিপুলসংখ্যক যানবাহনের টিকিট কাটায় বিলম্বের কারণে যানজট আরও বেড়ে যায়। আমিরাবাদ থেকে মেঘনা-গোমতী সেতু এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় গাড়ি থমকে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

ঢাকাগামী জৈনপুরী পরিবহনের শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, ইছাপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এক মাসব্যাপী গার্মেন্টস প্রশিক্ষণ শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন। সকাল পৌনে আটটায় ইছাপুর থেকে বাসে ওঠেন। দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে আটকে যান। সকাল ১০টার দিকে তিনি হাসানপুরে পৌঁছান। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার কারণে তিনি চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

ঢাকা থেকে আসা নেত্রকোনার পূর্বধলা গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান জানান, ভোর পাঁচটায় ঢাকার গুলিস্তান থেকে স্পেশাল বাসে উঠে যাত্রা শুরু করেন। পথে পথে যানজটে আটকে এক ঘণ্টার মহাসড়ক পার হতে পাঁচ ঘণ্টা সময় লাগে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গণসংবর্ধনায় নেতা-কর্মীদের উপস্থিতি এবং বড়দিনের ছুটির কারণে ঢাকাগামী অতিরিক্ত যানবাহনের চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে আজ সকালে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় ঢাকামুখী একটি লেন বন্ধ হয়ে যানজট আরও তীব্র হয়েছে। যানজট নিরসনে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ ও সেনাবাহিনীর দল রাত–দিন দায়িত্ব পালন করছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন