[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

প্রকাশঃ
অ+ অ-
মাহবুব আলী জাকি | বিসিবি

বিপিএল উৎসবের শুরুতেই এল শোকের খবর। ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগমুহূর্তে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনের প্রথম ম্যাচে আজ রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ঠিক তখনই জাকির অসুস্থতার খবর আসে।

হার্ট অ্যাটাক হলে মাঠেই তাঁকে সিপিআর দেওয়া হয়। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হয় দেশের পরিচিত এই কোচকে। কিন্তু আর বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

বিপিএল শুরুর আগে সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে দেখা গিয়েছিল জাকিকে স্বাভাবিক ও সাবলীলভাবে কথা বলতে। এই কোচের মৃত্যুতে দেশের ক্রিকেটে শোকের ছায়া নেমেছে, বিপিএলও শোকাবহ হয়ে উঠেছে।

জাকি দীর্ঘ সময় ধরে বিসিবির সঙ্গে কাজ করছেন। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জয়ী দলের কোচিং প্যানেলে ছিলেন তিনি। ২০২৪ সালে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছিলেন। দেশের অনেক নামকরা পেসারদের প্রশিক্ষণ দিয়েছেন, যার মধ্যে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ উল্লেখযোগ্য। বিশেষ করে তাসকিনের বোলিং অ্যাকশনকে বৈধ করতে জাকি আলাদাভাবে কাজ করেছেন। তাসকিন, মোস্তাফিজ ছাড়াও আরও অনেক পেসারের সাফল্যের পেছনে জাকির অবদান অপরিসীম।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন