[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাগ করে মাঠ ছাড়লেন খালেদ মাহমুদ, ছাড়তে চান নোয়াখালীর কোচের দায়িত্ব

প্রকাশঃ
অ+ অ-
সিএনজিতে তালহা জুবায়েরের সঙ্গে নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ | ছবি: পদ্মা ট্রিবিউন

আজ বেলা দেড়টার দিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছায় নোয়াখালী এক্সপ্রেসের বাস। আগামীকাল এখানেই শুরু হবে বিপিএল। তাই সব দলেরই অনুশীলনের ঠিকানা এই স্টেডিয়াম।

বাস থেকে নেমে নোয়াখালীর ক্রিকেটাররা স্টেডিয়ামের মাঠে প্রবেশ করেন। ঠিক তখনই হঠাৎ স্টেডিয়াম ছেড়ে বের হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নোয়াখালীর প্রধান কোচ খালেদ মাহমুদ।

তাঁকে ঘিরে তখনই সাংবাদিকদের ভিড় তৈরি হয়। ‘কোথায় যাচ্ছেন খালেদ মাহমুদ?’—এমন প্রশ্নের উত্তরে আশ্চর্যজনক উত্তর দেন তিনি, মাঠ ছেড়ে চলে যাচ্ছেন।

শুরুতে খালেদ মাহমুদ কেন বের হচ্ছেন তা বলতে চাননি। পরে দেখা যায়, তিনি দলের লজিস্টিক সাপোর্ট নিয়ে অসন্তুষ্ট। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কোনোভাবেই বিপিএল করব না।’

নোয়াখালী এক্সপ্রেসের কয়েকজন কর্মকর্তা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। তাদের অনুরোধ উপেক্ষা করে খালেদ মাহমুদ সহকারী কোচ তালহা জুবায়েরকে নিয়ে সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে যান।

খালেদ মাহমুদ আরও জানান, বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্ব নিতে চান না। ‘তাহলে নোয়াখালীর কী হবে?’—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অনেক কোচ আছে, নিতে পারবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন