[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খালেদা জিয়ার প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু, অবনমিত জাতীয় পতাকা

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে।

আগামী শুক্রবার পর্যন্ত শোক পালন চলবে। এছাড়া খালেদা জিয়ার জানাজার জন্য আজ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজসহ তিন দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আজ রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আগামী শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আজ সরকারি ছুটির অংশ হিসেবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। ঢাকার বিপণিবিতানও বন্ধ রাখা হয়েছে।

তবে জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম এবং পরিচ্ছন্নতা কার্যক্রম ছুটির আওতায় পড়বে না। টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংক্রান্ত সেবা কার্যক্রমে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও এই ছুটির বাইরে থাকবে। হাসপাতাল ও জরুরি সেবা, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবে। এছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও বন্ধ থাকবে না।

খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন