নিজস্ব লোগো পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়, দুই বিভাগে শুরু হচ্ছে পাঠদান
![]() |
| নওগাঁ বিশ্ববিদ্যালয়ের লোগো | ছবি: সংগৃহীত |
প্রতিষ্ঠার দুই বছর পর নিজস্ব লোগো পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির প্রথমবারের মতো অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় লোগো অনুমোদনসহ একাধিক গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার বিকেলে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ মডেল টাউন আবাসিক এলাকার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার শুরুতে উপাচার্য হাছানাত আলী যোগদানের পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে সিন্ডিকেট সদস্যদের অবহিত করেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে পাঠদান শুরু করতে বিশ্ববিদ্যালয়ে একটি সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক কম্পিউটার ল্যাব ও মানসম্মত শ্রেণিকক্ষ তৈরি করতে নেওয়া পদক্ষেপে সিন্ডিকেট সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। এ সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অর্থবহ ও প্রতীকী মনোগ্রাম (লোগো) অনুমোদন করা হয়।
২০২৩ সালে প্রতিষ্ঠিত হলেও এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব লোগো ছিল না। নতুন লোগোর ওপর–নিচে বাংলা ও ইংরেজিতে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ লেখা রয়েছে। এতে জ্ঞানের আলো ও জ্ঞান আহরণের প্রতীক হিসেবে উদীয়মান সূর্য ও বই, প্রযুক্তির প্রতীক হিসেবে ইঞ্জিন, শিক্ষার্থীদের সাফল্যের প্রতীক হিসেবে মুকুট এবং প্রকৃত শিক্ষা অর্জনের প্রথম অঙ্কুরোদ্গম বোঝাতে নতুন পাতা অঙ্কিত আছে। এছাড়া বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙ এবং বরেন্দ্র অঞ্চল বা সোমপুরের মাটির রঙও লোগোতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপাচার্য হাছানাত আলী বলেন, ‘লোগো একটি প্রতিষ্ঠানের আত্মপরিচয়। এটি শুধু চিহ্ন নয়, বরং একটি বার্তা; যা প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি, আদর্শ, মূল্যবোধ এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন বহন করে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পথে এই লোগো প্রতিষ্ঠানকে আরও এক ধাপ এগিয়ে নেবে।’
সভায় বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম, ২০২৬ সালের বার্ষিক ছুটি অনুমোদন, একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ফ ম ফজলে রাব্বী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুর রহমান খান, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মো. আমজাদ হোসেন।
প্রতিষ্ঠার দুই বছর পর, ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়কে দুটি বিভাগ খোলার অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া বিভাগ দুটি হলো আইন অনুষদের অধীন আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ। এই দুই বিভাগের মাধ্যমে নওগাঁবাসীর বহুদিনের প্রত্যাশিত শিক্ষা কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয় আশা করছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ছাত্র ভর্তি ও পাঠদান কার্যক্রম শুরু হবে।

Comments
Comments