[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কোচের মৃত্যুর শোকের স্রোতে জয় দিয়ে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের

প্রকাশঃ
অ+ অ-
সাব্বির রহমানের ১০ বলে ২১ রানের ক্যামিওতে ঢাকা রাজশাহীকে হারিয়েছে ৫ উইকেটে | বিসিবি

ঢাকা ক্যাপিটালসের জন্য ম্যাচটি ছিল শোকের আবহে মোড়া। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এমন দুঃখজনক পরিস্থিতির মধ্যেও ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে ঢাকা। সাব্বির রহমানের ১০ বলে ২১ রানের ক্যামিও ইনিংসে রাজশাহীকে তারা ৫ উইকেটে হারিয়েছে, হাতে ছিল ৭ বল।

১৩৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং শুরু করে ঢাকা শুরুতেই সাইফ হাসানকে হারায়। ১ রান করে তানজিম হাসানের বলে বোল্ড হন তিনি। তিন নম্বরে নামা বাঁহাতি ব্যাটসম্যান আবদুল্লাহ আল মামুন এরপর ওপেনার উসমান খানের সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজের বলে আউট হওয়ার আগে উসমান করেন ১৮ রান। পরে ৩৯ বলে ৪৫ রান করা মামুনকেও ফিরিয়ে দেন নেওয়াজ।

লক্ষ্য কম হওয়ায় ঢাকার ওপর রানের চাপ খুব একটা ছিল না। তবে মিডল অর্ডারে নাসির হোসেনের ২২ বলে ১৯ রানের ইনিংসে সমীকরণটা কিছুটা জটিল হয়ে ওঠে। নাসির আউট হওয়ার পর সাব্বির রহমান যখন উইকেটে আসেন, তখন দলের প্রয়োজন ছিল ২৫ বলে ৩৫ রান। ইনিংসের ১৭তম ওভারে নেপালি স্পিনার সন্দীপ লামিচানের করা ওভার থেকে ১৫ রান নিয়ে ম্যাচ সহজ করে ফেলেন শামীম হোসেন ও সাব্বির রহমান। এই দুজন ১৮ বলে ৩৬ রানের জুটি গড়ে খুব সহজেই জয় নিশ্চিত করেন।

ঢাকা মূল কাজটি করেছে বল হাতে। টসে জিতে বোলিং নিয়ে শুরু থেকেই রাজশাহীকে চাপে রাখে তারা। পাকিস্তানের বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম ইনিংসের প্রথম বলেই আউট করেন আরেক পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানকে। ইমাদ পরে মিডল ওভারে নাজমুল হোসেন ও ইয়াসির আলীকেও ফিরিয়ে দেন। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল আজও ভালো শুরু পেয়েছিলেন। তিনি ২৮ বলে করেন ৩৭ রান। মুশফিকুর রহিম করেন ২৪ রান। পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ বল হাতে ৩ উইকেট নেওয়ার আগে ব্যাট হাতে অপরাজিত থাকেন ২৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী: ২০ ওভারে ১৩২/৮ (নাজমুল ৩৭, নেওয়াজ ২৬*, মুশফিক ২৪; ইমাদ ৩/১৬, নাসির ২/৩২)।
ঢাকা: ১৮.৫ ওভারে ১৩৪/৫ (মামুন ৪৫, সাব্বির ২১*; নেওয়াজ ৩/২১)।
ফল: ঢাকা ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইমাদ ওয়াসিম।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন