[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারেকের সংবর্ধনা: ৭ রুটে বিশেষ ট্রেন চায় বিএনপি

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন

বিএনপি ঢাকায় আসা নেতা-কর্মীদের সুবিধার্থে সাতটি রুটে বিশেষ ট্রেন ভাড়া ও অতিরিক্ত বগি অনুমতির জন্য রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। ২৪ ডিসেম্বর রাতের জন্য এই ট্রেনগুলো রিজার্ভ করার অনুমতি দিতে বৃহস্পতিবার দলটি আবেদন করেছে। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে, জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

চিঠিতে সাতটি রুটের ট্রেনের নাম উল্লেখ করা হয়েছে— কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।

বিএনপির চিঠিতে বলা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় ফিরবেন। তাঁকে সংবর্ধনা জানাতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক ছাত্র ও সাধারণ মানুষ ঢাকায় আসবেন। তাদের যাতায়াতের সুবিধার্থে দলটি বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে চায়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে লেখা চিঠিতে বিএনপি অনুরোধ করেছে, প্রতিটি রুটে একটি করে বিশেষ ট্রেন অতিরিক্ত বগিসহ রিজার্ভ করার অনুমতি দেওয়া হোক।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন