[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

প্রকাশঃ
অ+ অ-
মির্জা তাহির বেগ ৬৯ বল খেলে ৭ চার ও ২ ছক্কায় ৮০ রান করে চট্টগ্রামকে জিতিয়েছেন | চট্টগ্রাম রয়্যালস

নাটকীয় বললেও কম বলা হয়! টুর্নামেন্ট শুরুর একদিন আগে মালিকানা ছেড়ে দেওয়ার পর চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেন বিসিবি। কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে যায় ম্যানেজমেন্টও। স্কোয়াডে ছিলেন মাত্র দুজন বিদেশি। টুর্নামেন্ট শুরুর আগের দিনের এত ধাক্কা সামলেও চট্টগ্রাম বিপিএলটা শুরু করেছে জয় দিয়ে। আজ সিলেটে নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়েছে চট্টগ্রাম।

জয়ের ভিত্তি তৈরি করেছেন ব্যাটসম্যানরাই। টসে জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। একাদশের দুই বিদেশির একজনই দলের রানকে এত দূর পৌঁছে দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বলে আউট হওয়া মির্জা তাহির বেগ ৬৯ বল খেলে ৭ চার ও ২ ছক্কায় ৮০ রান করেন। ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক মেহেদী হাসানও।

চট্টগ্রামের প্রধান দুশ্চিন্তা ছিল ব্যাটিং, বোলিং ছিল তাদের শক্তি। মাঠেও তা প্রমাণিত হয়েছে। ব্যাটসম্যানদের ভালো সংগ্রহ বোলারদের জন্য যথেষ্ট ছিল। বল হাতে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিনি ২ উইকেট নেন।

১৫ বলে ২৩ রানের উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর চট্টগ্রামের ব্যাটসম্যানদের আসা–যাওয়ার মিছিল শুরু হয়। ২৭ বলে দলটির সর্বোচ্চ ৩৮ রান করেন মাজ সাদাকাত। জাতীয় দলের খারাপ ফর্মটা বিপিএলে নিজের প্রথম ম্যাচেও কাটাতে পারেননি জাকের আলী—১২ বলে তিনি করেন ৬ রান।

শুধু জাক নয়, নোয়াখালীর মাত্র ৩ ব্যাটসম্যানই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কে নিয়ে গেছেন। বড় রান তাড়ায় নেমে তাদের হার অবধারিত হয়ে যায়। ১৬.৫ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় ম্যাচ। আগের দিনের নাটকীয়তার পর চট্টগ্রাম রয়্যালস প্রথম ম্যাচে জয় পেয়েছে সহজেই।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন