[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে সিগারেট কোম্পানির বিপুল ‘রাজস্ব ফাঁকির’ খোঁজ পেল এনবিআর

প্রকাশঃ
অ+ অ-

পাবনার ঈশ্বরদীতে ইউনাইটেড টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিশেষ অভিযান চালিয়ে বড় অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গোপন সূত্রের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল এই অভিযান চালিয়েছে, বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানকালে ৬ লাখ ৩৪ হাজার ৫৯০ শলাকা জাল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ৩৮ লাখ টাকারও বেশি। এসব সিগারেটের বিপরীতে সরকারের প্রাপ্য প্রায় ২৯ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া ১০ লাখ ২৯ হাজার পিস অব্যবহৃত জাল ব্যান্ডরোল/স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এনবিআর জানিয়েছে, এগুলো ব্যবহার করা হলে আরও সাড়ে আট কোটি টাকারও বেশি রাজস্ব ফাঁকি দেওয়া সম্ভব ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রতিষ্ঠানটি ৩ লাখ ২২ হাজার ৫০০ পিস বৈধ ব্যান্ডরোল সংগ্রহ করলেও তা ব্যবহার না করে জাল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদন ও বিক্রয় করছিল।’

গোয়েন্দা দলের পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতিষ্ঠানটি ভ্যাট নিবন্ধন থাকলেও দীর্ঘদিন আনুষ্ঠানিক উৎপাদন কার্যক্রম দেখায়নি। গোপনে সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। তামাক ও তামাকজাত পণ্যের অবৈধ উৎপাদন, বাজারজাতকরণ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে এনবিআর সম্প্রতি কার্যক্রম আরও জোরদার করেছে।

এনবিআর জানিয়েছে, জব্দ করা সব সিগারেট ও উপকরণ ‘আইনানুগভাবে জব্দ করা হয়েছে’ এবং ‘প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।’

এ বিষয়ে ইউনাইটেড টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বক্তব্য জানতে পারেনি প্রতিবেদক।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন