[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাদিকে গুলি: হামলায় ব্যবহৃত বাইকের মালিক সন্দেহে একজন আটক

প্রকাশঃ
অ+ অ-
ব্যাটারিচালিত রিকশায় বসা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলের পেছনে থাকা একজন। হামলার পর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ মালিক সন্দেহে আটক আবদুল হান্নান | ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে, সেই বাইকটির মালিক সন্দেহে একজনকে র‌্যাব পুলিশে সোপর্দ করেছে।

রোববার সকালে আব্দুল হান্নান নামের ওই ব্যক্তিকে পল্টন থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ।

তিনি বলেন, ওই ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক বলে র‌্যাব-২ জানিয়েছে। র‌্যাবের বক্তব্য জানতে  চেষ্টা করছে।

এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ জানান, হাদির ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

শনিবার পুলিশ আনুষ্ঠানিক ছবি প্রকাশ করার মাত্র ঘণ্টা খানেকের মধ্যে প্রধান সন্দেহভাজনকে শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, আমরা খুঁজছি মূল সন্দেহভাজনকে। এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। হোপফুলি আমরা হিট করতে পারব। জনগণের সহযোগিতা চাই।

তার এমন বক্তব্যের পরপরই হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার সময় হাদিকে চলন্ত অটোরিকশায় বসা অবস্থায় লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা আততায়ী গুলি চালায়। গুলিটি তার মাথায় লাগে।

হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এক দফা অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা এখনো ‘আশঙ্কাজনক’।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন