[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আজ শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর, দেখে নিন সূচি

প্রকাশঃ
অ+ অ-

বিপিএল ট্রফি  | ছবি: পদ্মা ট্রিবিউন

আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। টুর্নামেন্টের প্রথম পর্ব হবে সিলেটে। ফাইনাল আগামী ২৩ জানুয়ারি ঢাকায়। সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ।

আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষে বিপিএল যাবে চট্টগ্রামে, এরপর সেখান থেকে ঢাকাতে।

১৯ জানুয়ারি হবে এলিমিনেটর, একই দিন হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি আর ফাইনাল ২৩ তারিখ। এই ম্যাচগুলো সবই হবে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে। এই পর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

এবারের বিপিএল অংশ নিচ্ছে ৬টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। 

বিপিএলের সূচি 

তারিখ ম্যাচ ভেন্যু সময়
২৬ ডিসেম্বর ২০২৫সিলেট টাইটানস – রাজশাহী ওয়ারিয়র্সসিলেটবেলা ৩টা
২৬ ডিসেম্বর ২০২৫নোয়াখালী এক্সপ্রেস – চট্টগ্রাম রয়্যালসসিলেটসন্ধ্যা ৭:৪৫ মি.
২৭ ডিসেম্বর ২০২৫ঢাকা ক্যাপিটালস – রাজশাহী ওয়ারিয়র্সসিলেটবেলা ১টা
২৭ ডিসেম্বর ২০২৫সিলেট টাইটানস – নোয়াখালী এক্সপ্রেসসিলেটসন্ধ্যা ৬টা
২৯ ডিসেম্বর ২০২৫রংপুর রাইডার্স – চট্টগ্রাম রয়্যালসসিলেটবেলা ১টা
২৯ ডিসেম্বর ২০২৫রাজশাহী ওয়ারিয়র্স – নোয়াখালী এক্সপ্রেসসিলেটসন্ধ্যা ৬টা
৩০ ডিসেম্বর ২০২৫সিলেট টাইটানস – চট্টগ্রাম রয়্যালসসিলেটবেলা ১টা
৩০ ডিসেম্বর ২০২৫ঢাকা ক্যাপিটালস – রংপুর রাইডার্সসিলেটসন্ধ্যা ৬টা
১ জানুয়ারি ২০২৬সিলেট টাইটানস – ঢাকা ক্যাপিটালসসিলেটবেলা ১টা
১ জানুয়ারি ২০২৬রংপুর রাইডার্স – রাজশাহী ওয়ারিয়র্সসিলেটসন্ধ্যা ৬টা
২ জানুয়ারি ২০২৬ঢাকা ক্যাপিটালস – চট্টগ্রাম রয়্যালসসিলেটবেলা ২টা
২ জানুয়ারি ২০২৬সিলেট টাইটানস – রংপুর রাইডার্সসিলেটসন্ধ্যা ৭টা
৫ জানুয়ারি ২০২৬রংপুর রাইডার্স – ঢাকা ক্যাপিটালসচট্টগ্রামবেলা ১টা
৫ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস – রাজশাহী ওয়ারিয়র্সচট্টগ্রামসন্ধ্যা ৬টা
৬ জানুয়ারি ২০২৬নোয়াখালী এক্সপ্রেস – সিলেট টাইটানসচট্টগ্রামবেলা ১টা
৬ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস – রংপুর রাইডার্সচট্টগ্রামসন্ধ্যা ৬টা
৮ জানুয়ারি ২০২৬সিলেট টাইটানস – রংপুর রাইডার্সচট্টগ্রামবেলা ১টা
৮ জানুয়ারি ২০২৬রাজশাহী ওয়ারিয়র্স – ঢাকা ক্যাপিটালসচট্টগ্রামসন্ধ্যা ৬টা
৯ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস – নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রামবেলা ২টা
৯ জানুয়ারি ২০২৬রাজশাহী ওয়ারিয়র্স – সিলেট টাইটানসচট্টগ্রামসন্ধ্যা ৭টা
১১ জানুয়ারি ২০২৬রংপুর রাইডার্স – নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রামবেলা ১টা
১১ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস – ঢাকা ক্যাপিটালসচট্টগ্রামসন্ধ্যা ৬টা
১২ জানুয়ারি ২০২৬রাজশাহী ওয়ারিয়র্স – রংপুর রাইডার্সচট্টগ্রামবেলা ১টা
১২ জানুয়ারি ২০২৬নোয়াখালী এক্সপ্রেস – ঢাকা ক্যাপিটালসচট্টগ্রামসন্ধ্যা ৬টা
১৫ জানুয়ারি ২০২৬ঢাকা ক্যাপিটালস – নোয়াখালী এক্সপ্রেসঢাকাবেলা ১টা
১৫ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস – সিলেট টাইটানসঢাকাসন্ধ্যা ৬টা
১৬ জানুয়ারি ২০২৬নোয়াখালী এক্সপ্রেস – রাজশাহী ওয়ারিয়র্সঢাকাবেলা ২টা
১৬ জানুয়ারি ২০২৬ঢাকা ক্যাপিটালস – সিলেট টাইটানসঢাকাসন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি ২০২৬রাজশাহী ওয়ারিয়র্স – চট্টগ্রাম রয়্যালসঢাকাবেলা ১টা
১৭ জানুয়ারি ২০২৬নোয়াখালী এক্সপ্রেস – রংপুর রাইডার্সঢাকাসন্ধ্যা ৬টা
১৯ জানুয়ারি ২০২৬এলিমিনেটরঢাকাবেলা ১টা
১৯ জানুয়ারি ২০২৬১ম কোয়ালিফায়ারঢাকাসন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি ২০২৬২য় কোয়ালিফায়ারঢাকাসন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি ২০২৬ফাইনালঢাকাসন্ধ্যা ৭টা
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন