[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সুব্রত বাইনের মেয়ে আটক

প্রকাশঃ
অ+ অ-
 আটক সাবিনা ইয়াছমিন বিথি | ছবি: পদ্মা ট্রিবিউন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কুমিল্লা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন (বিথী)কে আটক করেছে। গতকাল সোমবার বিকেলে কুমিল্লা নগরের জেলখানা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব-১১–এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে নগরের জেলখানা সড়কে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাকে আটক করা হয় এবং রাতেই ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি সূত্র জানায়, সুব্রত বাইন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী। ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। খাদিজা ইয়াসমিন কুমিল্লায় এসেছিলেন বাবার সঙ্গে দেখা করার জন্য। তার ওপর সন্দেহ, অপরাধ চক্রের সঙ্গে আর্থিক লেনদেন ও পলাতক সহযোগীদের সহায়তায় তার সম্পৃক্ততা থাকতে পারে। এছাড়া অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত ২৭ মে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী থেকে সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন