[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রংপুর–নীলফামারী রুটের সব বাস চলাচল বন্ধ

প্রকাশঃ
অ+ অ-
বাস ধর্মঘটের কারণে নীলফামারীর সৈয়দপুর টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাস | ছবি: পদ্মা ট্রিবিউন

নীলফামারীর এক বাসশ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির অধীনে থাকা নীলফামারীর সব রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।

আজ রোববার সকাল থেকে রংপুর–নীলফামারী–সৈয়দপুর–কিশোরগঞ্জ–জলঢাকা–ডিমলা–ডোমার রুটে বাস চলছে না। তবে ঢাকাগামী এবং দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সমিতির বাস স্বাভাবিকভাবে চলছে।

শ্রমিক ইউনিয়নের সূত্র জানায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা বাস শ্রমিক ইউনিয়ন উপকমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে শ্রমিকদের পাওনা টাকা নিয়ে বিরোধ হয়। এ নিয়ে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতা–কর্মী সফিকুলকে মারধর করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের খবর দেন। এরপর নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন সিদ্ধান্ত নেয়, সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর মালিক সমিতির অধীনে চলা সব বাস বন্ধ থাকবে।

বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারীসহ আশপাশের রুটে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। জরুরি কাজে কেউ কেউ বিকল্প পরিবহন ধরতে বাধ্য হচ্ছেন।

সৈয়দপুরের বাসিন্দা আজগর আলী বলেন, ‘ডাক্তার দেখানোর জন্য রংপুর যাব। সকাল সাড়ে ১০টায় ডাক্তারের সিরিয়াল। সৈয়দপুর–নীলফামারী রুট বন্ধ, তাই রংপুরগামী দিনাজপুরের বাসের অপেক্ষায় আছি।’ একই কথা জানান সোবহান ইসলাম, জাহানারা বেগম, রুমা আক্তারসহ রংপুরে চিকিৎসার জন্য যাওয়া আরও কয়েকজন যাত্রী।

শ্রমিক ইউনিয়নের নেতারা বলেছেন, শ্রমিকের ওপর হামলার আইনগত ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাঁদের দাবি, শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

বাসশ্রমিক আনারুল ইসলাম বলেন, ‘আমরা বাসে কাজ করে জীবিকা চালাই। কিন্তু মালিক সমিতি যদি এভাবে নির্যাতন করে, তাহলে কাজ করব কীভাবে? শ্রমিক নির্যাতনের বিচার চাই।’

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের শ্রমিক নেতা–কর্মীদের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর বাস মিনিবাস মালিক সমিতির সব বাস নীলফামারী জেলা দিয়ে চলতে দেব না।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন