ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতা-কর্মীরা
![]() |
| কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। বুধবার বিকেল বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। তারা এ আসনে বিএনপির বুড়িচং উপজেলা সভাপতি এ টি এম মিজানুর রহমানকে প্রার্থী ঘোষণা করার দাবি জানান।
বুধবার বিকেল পৌনে চারটার দিকে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় প্রথমে মহাসড়কের ঢাকামুখী লেন অবরোধ করেন মিজানুরের অনুসারী বিএনপি নেতা-কর্মীরা। প্রায় আধা ঘণ্টা পর তারা চট্টগ্রামমুখী লেনও বন্ধ করে দেন। এতে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক। তিনি জানান, বিকেল ৪টা ৪৫ মিনিটে বিএনপি নেতা মিজানুর রহমানের অনুসারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের নাম ঘোষণা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এ টি এম মিজানুর রহমানের অনুসারীরা।
মহাসড়ক অবরোধ করে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। যেমন, ‘দুঃসময়ের মিজান ভাই, মনোনয়নে তাঁকে চাই’, ‘অবৈধ মনোনয়ন মানি না, মানব না’, ‘৩ তারিখের মনোনয়ন মানি না, মানব না’। নারীরাও সেখানে উপস্থিত ছিলেন। তারা মহাসড়কের ওপর বসে মিজানুর রহমানকে প্রার্থী ঘোষণার দাবি জানান।
মিজানুর রহমানের অনুসারীদের দাবি, কুমিল্লা-৫ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি আগে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করে রাজনীতি করেছেন। তাই তারা এই সিদ্ধান্তের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন। তারা আরও বলেন, দ্রুত এ আসনে প্রার্থী পরিবর্তন করা না হলে সামনে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
বিএনপির কর্মী ইউনূস আহমেদ বলেন, ‘এ টি এম মিজানুর রহমান দলের দুঃসময়ের কান্ডারি। তাঁকে মনোনয়নবঞ্চিত করার তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ চলছে। আমরা এই মনোনয়ন মানি না।’
বুড়িচং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দারুল নাঈম বলেন, ‘এই আসনের সকল নেতা-কর্মী মিজানুর রহমানকে প্রার্থী হিসেবে দেখতে চান। কিন্তু গত ৩ নভেম্বর দলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে এ আসনে আরেকজনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা এ সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাই।’

একটি মন্তব্য পোস্ট করুন