কারানির্যাতিত জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে পদ দিল ছাত্রদল
![]() |
| জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা | ছবি : সংগৃহীত |
ডিজিটাল নিরাপত্তা আইনে দীর্ঘ সময় কারাগারে থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে পদ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাঁকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
রোববার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রাথমিক সদস্য হিসেবে আপনি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।’
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ নির্দেশনা প্রদান করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে খাদিজাতুল কুবরা বলেন, ‘ছাত্রদল এমন একটি সংগঠন, যারা ৫ আগস্টের আগে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এবং ৫ আগস্টের পর সবচেয়ে বেশি শিক্ষার্থীবান্ধব কাজ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমাকে একজন নারী হিসেবে যথেষ্ট সম্মান দিয়েছে। আমার মনে হয়েছে, তাদের সঙ্গে কাজ করে ভালো কিছু করতে পারব।’
খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় দুটি মামলা করা হয়।
২০২২ সালের মে মাসে পুলিশ দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল খাদিজাতুল কুবরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে ওই বছরের ১৭ সেপ্টেম্বর খাদিজাতুল কুবরাকে নিউমার্কেট থানা–পুলিশ গ্রেপ্তার করে। ২০২৩ সালের ২০ নভেম্বর কারাগার থেকে তিনি জামিন পান।

Comments
Comments