[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জকসু নির্বাচন: ডিসেম্বরের ‘প্রথমার্ধে’ ভোট চায় ছাত্রফ্রন্ট

প্রকাশঃ
অ+ অ-

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট | ছবি: পদ্মা ট্রিবিউন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে। সংগঠনটির দাবি, নির্বাচন ডিসেম্বরের প্রথমার্ধে আয়োজন করা হোক। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে ছাত্রফ্রন্টের নেতারা বলেন, বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহুল প্রতীক্ষিত জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হবে ২২ ডিসেম্বর, যা তাদের মতে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানান।

ছাত্রফ্রন্টের নেতারা বলেন, ডিসেম্বর বছরের শেষ মাস। এ সময় শিক্ষার্থীরা একাডেমিক চাপ শেষে ছুটিতে বাড়ি যায়। তখন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকে। তাই এমন সময় নির্বাচন আয়োজনের একমাত্র উদ্দেশ্য হতে পারে ভোটারদের অংশগ্রহণ কমিয়ে আনা।

তারা আরও বলেন, ডিসেম্বরের শেষ দিকে জাতীয় নির্বাচন ঘিরে দেশে উত্তেজনা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে জকসু নির্বাচনের তারিখ নির্ধারণের যৌক্তিক কোনো কারণ নেই।

সংবাদ সম্মেলনে শাখা সভাপতি ইভান তাহসীভ বলেন, ‘একটি অংশগ্রহণমূলক ও সুস্থ নির্বাচন আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। কারণ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটিই প্রথম ছাত্র সংসদ নির্বাচন, যা সংকটে জর্জরিত এই ক্যাম্পাসের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন