[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানাল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

‘যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের অধীনে নিতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। থানার ওসি সকালে আপনার অনুষ্ঠান জেনে আপনাকে প্রটোকল দেবে।’ জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি প্রতিবাদ জানায়। আজ শুক্রবার সেই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

জামায়াত নেতার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘ভবিষ্যতে সবাইকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।’

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা পেশাদার, নিরপেক্ষ ও নৈতিক সিভিল সার্ভিসের অংশ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের কাজ রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন করা, আইন অনুযায়ী দায়িত্ব পালন করা এবং যেকোনো নির্বাচনে সমান সুযোগ, নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করা।’ বিবৃতিতে আরও বলা হয়, কর্মকর্তা-কর্মচারীরা কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়ে বিবৃতিতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বলে, ‘এটি আমাদের পরিচয়ের মূল ভিত্তি এবং পেশাগত নৈতিকতার কেন্দ্রীয় উপাদান।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন