জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখোশ উন্মোচিত হয়েছে: হাবিব
![]() |
| নির্বাচনী কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন হাবিবুর রহমান হাবিব | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা–৪ আসনে দলটির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘জামায়াত কোরআনের আসল শিক্ষা তুলে ধরে না, বরং ধর্মের নাম ব্যবহার করে দেশে সন্ত্রাস চালাচ্ছে। তাঁর দাবি, দেশের মানুষ এখন এসব কর্মকাণ্ড সম্পর্কে সচেতন এবং তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।’
শনিবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, জামায়াতের নারী কর্মীরা ধর্মীয় শিক্ষার কথা বলে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিভিন্ন লোভ–প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে। তিনি বলেন, এই কার্যক্রম বন্ধ করা জরুরি। তাঁর ভাষায়, ‘জামায়াতের জান্নাতের টিকিট এখন আর কার্যকর নয়।’
তিনি আরও বলেন, ‘মা–বোনদের জান্নাতের আশ্বাস বা জাহান্নামের ভয় দেখিয়ে দাঁড়িপাল্লায় ভোট নেওয়া সম্ভব নয়। জামায়াত মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। কুচক্রিদের সঙ্গে হাত মিলিয়ে রক্ত ও আত্মত্যাগে অর্জিত গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে। তাই জামায়াতকে ঠেকাতে ধানের শীষে ভোট দিতে হবে।’
সমাবেশে সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্যসচিব ওহিদুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মকলেছুর রহমান বাবলু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্যসচিব আজমল হক সুজন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহীনসহ আরও অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন