নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন
![]() |
| নওগাঁ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন। বুধবার বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার নওগাঁ–রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় এই কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপির একাংশের কর্মী–সমর্থকেরা।
নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সদস্য ইকরামুল বারী টিপুর নাম ঘোষণা করা হয়েছে। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন। তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ছিলেন।
এম এ মতিনকে প্রার্থী ঘোষণার দাবিতে তাঁর সমর্থকেরা আজ বিকেল চারটার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় নওগাঁ–রাজশাহী ফেরিঘাট সেতু থেকে টেক্সটাইল ইনস্টিটিউট পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ফেরিঘাট এলাকায় সড়ক অবরোধ করা হয়। বিকেল পৌনে চারটা থেকে বিক্ষোভ শুরু হলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় ৪৫ মিনিট পর বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, কসব ইউনিয়নের সভাপতি আবুল হাশেম প্রমুখ।
বক্তারা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে নওগাঁ–৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিতর্কিত ব্যক্তি ইকরামুল বারীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি আগে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, কোনো আন্দোলনে মাঠে ছিলেন না। অন্যদিকে এম এ মতিনের নেতৃত্বে তৃণমূলের নেতা–কর্মীরা হরতালসহ নানা আন্দোলনে অংশ নিয়েছেন। বক্তারা নওগাঁ–৪ আসনে প্রার্থী ঘোষণা পুনর্বিবেচনা করে মতিনকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এম এ মতিনকে প্রার্থী না করলে তৃণমূল বিএনপি বৃহত্তর আন্দোলনে নামবে, প্রয়োজনে গোটা মান্দা অচল করে দেওয়া হবে।
মনোনয়নবঞ্চিত এম এ মতিন বলেন, ‘সব আন্দোলন–সংগ্রামে মাঠে ছিলাম। দুর্দিনে তৃণমূল নেতাদের পাশে ছিলাম, আছি ও থাকব। পুনর্বিবেচনা হলে মনোনয়ন পেতে পারি। দলই সবার আগে।’
দলীয় মনোনয়ন পাওয়া ইকরামুল বারী বলেন, তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। যাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন, তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন