[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফ্রিজে রাখা খুলি দুই মাস পর লাগানো হলো মামুনের মাথায়

প্রকাশঃ
অ+ অ-
হাসপাতালে মামুন মিয়া | ছবি: পদ্মা ট্রিবিউন   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। গত শনিবার নগরের পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথার খুলির অংশটি প্রতিস্থাপন করা হয়। এখন তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।

একই ঘটনায় আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদের অবস্থাও আগের চেয়ে ভালো বলে জানা গেছে। তাঁরা দুজনই গত দুই মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে ইমতিয়াজকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।

গত ৩০ আগস্ট রাত সোয়া ১২টা থেকে ৩১ আগস্ট দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এতে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তখনকার প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ শিক্ষার্থী আহত হন। স্থানীয় ১০ থেকে ১২ জনও আহত হন।

সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পান মামুন ও ইমতিয়াজ। প্রথমে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। তখন মামুনের মাথার খুলির অংশ খুলে রাখা হয়। গত শনিবার সেই খুলির অংশ প্রতিস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মু. ইসমাঈল হোসেন।

ইসমাঈল হোসেন বলেন, 'অপারেশনের পর কিছু জটিলতা থাকতে পারে, তাই বিষয়টি আগে জানানো হয়নি। তবে অপারেশন সফল হয়েছে। দু-এক দিনের মধ্যে তাঁদের ছাড়পত্র দেওয়া হবে। তখন তাঁদের অবস্থা নিয়ে বিস্তারিত জানানো হবে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন