দুকুল হারানোর ভয়ে অনেক নেতা দেশে আসার সাহস পাচ্ছেন না: এ টি এম আজহার
![]() |
| জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। রোববার বিকেলে যশোরের চৌগাছার শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন, তাহলে দুই দিকই হারাবেন। তাই অনেক নেতা বিদেশ থেকে দেশে ফিরতে সাহস পাচ্ছেন না।
আজ রোববার বিকেলে যশোরের চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহারুল এই মন্তব্য করেন।
জামায়াতের এই নায়েবে আমির আরও বলেন, যারা ১৮ কোটি মানুষকে দেশে রেখে বিদেশে থাকেন, তারা দেশপ্রেমিক হতে পারেন না। অথচ জামায়াতে ইসলামীর নেতারা বিদেশ থেকে ফিরে ফাঁসির মঞ্চেও উঠেছেন। তারা দেশ ছেড়ে পালাননি।
মোসলেহ উদ্দিনের পক্ষে ভোট চাইতে এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ ৩০ বছরের ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে দেশে এসে মানুষের সেবা করছেন। আপনারা তাঁকে বিজয়ী করুন।’
জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশকে দুর্নীতিমুক্ত করবেন বলে প্রতিশ্রুতি দেন এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, এই দেশ গরিব নয়, সম্পদশালী। কিন্তু দেশে সৎ ও চরিত্রবান নেতার অভাব। সে কারণে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। তিনি বলেন, ‘আমাদের দুই মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন, সেখানে কেউ কোনো দুর্নীতির প্রমাণ দেখাতে পারেনি।’
চৌগাছা উপজেলা জামায়াতের আমির গোলাম মোর্শেদের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এবং জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম (মাসুদ)। আরও বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল এবং যশোর-২ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন