সিলেটে পাথর লুট ঠেকাতে সড়কে লোহার বেষ্টনী
![]() |
| সিলেটের শাহ আরেফিন টিলা থেকে পাথর লুট ঠেকাতে ওই এলাকায় বাসানো হয়েছে লোহার বেষ্টনী | ছবি: সংগৃহীত |
সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথর লুট রোধে এবার সড়কে লোহার বেষ্টনী বসানো হয়েছে। ফলে পাথরবাহী যানবাহনগুলো বেষ্টনীতে আটকা পড়বে। রাস্তার দুই পাশে নির্ধারিত উচ্চতায় লোহা দিয়ে আড়াআড়িভাবে ওপরের দিকও আটকানো হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন মোড়ে এ বেষ্টনী বসানো হয়।
এর আগে শাহ আরেফিন টিলা পরিদর্শনে গিয়ে সিলেটের জেলা প্রশাসক ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি টিলার পাথর লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ শাহ আরেফিন টিলা থেকে পাথর লুট ঠেকাতে একাধিক অভিযান চালায়। এতে টিলা মজুতকারী কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি খাস খতিয়ানে ১৩৭ দশমিক ৫০ একর জায়গায় শাহ আরেফিন টিলা অবস্থিত। কথিত আছে, প্রায় ৭০০ বছর আগে হজরত শাহজালাল (রহ.)-এর সফরসঙ্গী হজরত শাহ আরেফিন (রহ.) খাসিয়া পাহাড় এলাকা ঘুরে পাহাড়-টিলার চূড়ায় বিশ্রাম নিতেন। শাহ আরেফিনের ‘আসন’ (বিশ্রামের স্থান) হিসেবে পরিচিতি থেকে টিলার নামকরণ হয়েছে শাহ আরেফিন টিলা। লালচে, বাদামি ও আঠালো মাটির এই টিলার নিচে বড় বড় পাথর আছে। এসব পাথর উত্তোলন করতেই চলছে ধ্বংসযজ্ঞ। স্থানীয়রা জানান, টিলার প্রায় ৮৫ শতাংশ পাথর ইতিমধ্যেই লুট হয়ে গেছে। টিলা কেটে পাথরগুলো লুট করা হয়েছে, তারপরও লুট থামছে না।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, পাথর লুটকারীরা পাথর নিয়ে যেতে না পারে, সে জন্য লোহার বেষ্টনী দিয়ে আটকানো হয়েছে। এর ফলে বড় যানবাহন যেমন ট্রাক, পিকআপ, ট্রাক্টর প্রবেশ করতে পারবে না, ফলে পাথর লুট রোধ করা সম্ভব হবে।
তবে স্থানীয়রা বলছেন, পাথর লুটকারীরা ভিন্ন পথ তৈরি করতে পারে। অন্য পথ ব্যবহার করে পাথর নেওয়ার আশঙ্কা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ বলেন, লোহার বেষ্টনীর স্থানে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হবে। সেখানে দিনে আনসার ও রাতে প্রহরী থাকবে। এছাড়া অন্য পথ দিয়ে যাতে পাথর নেওয়া না যায়, সে জন্য পুলিশের টহল দলও তৎপর থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন