[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দুদকের জালে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ

প্রকাশঃ
অ+ অ-
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ | ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার থেকে তার বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। দুদকের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত একটি চিঠিতে অনুসন্ধান শুরুর বিষয়টি জানানো হয়েছে।

দুদকের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন, অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। দুদক সূত্র জানায়, অভিযোগটি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অনুসন্ধান পরিচালনার জন্য মহাপরিচালক (তদন্ত-১)কে নির্দেশ দেওয়া হয়েছে।

মোহাম্মদ এজাজকে গত ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে এক বছরের জন্য নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন