[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের সরকারে আসলে ফারাক্কা ও তিস্তা ইস্যুকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ন্যায্য পানির ভাগ এবং সীমান্তে হত্যার ঘটনা নিয়েও গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধ করতেও বেশি মনোযোগ দেওয়া হবে।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, 'ভারত আমাদের প্রতিবেশী দেশ। ইচ্ছা থাকলেই তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও ভারত সহযোগিতা করেছিল। আরও বেশি করে আমাদের সহযোগিতা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টো দেখেছি। মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে, সবকিছু নিয়েছে, কিন্তু আমাদের কিছু দেয়নি।' 

মহাসচিব চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে যান। আজ বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন