[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জকসু নির্বাচনের সময় এগিয়ে আনার দাবি

প্রকাশঃ
অ+ অ-

জকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর বুধবার দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেন ঐক্যবদ্ধ জবিয়ান মঞ্চের নেতারা | ছবি: পদ্মা ট্রিবিউন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের সময় এগিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি ও ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ মঞ্চের নেতারা।

বুধবার নির্বাচন কমিশনার জকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, এই তফসিলের কারণে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হয়ে গেছে। তাই তারা ২২ ডিসেম্বরের বদলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন করার দাবি জানান।

দাবি তুলে ধরে ঐক্যবদ্ধ জবিয়ান মঞ্চের নেতারা বলেন, পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকে না। অন্যদিকে, একটি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা ঈদেও বাড়ি যায় না এবং তাঁদের ছুটি থাকে না। তারা অভিযোগ করেন, ছাত্রশিবিরের সুবিধা দিতে নির্বাচন কমিশন নির্বাচন পিছিয়েছে।

এ সময় মঞ্চ আরও দুটি দাবি জানান। তারা বলেন, সব ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ থাকবে না, তা নিশ্চিত করতে হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন