[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাসিনা পরিবারের মামলার রায় ঘিরে আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা

প্রকাশঃ
অ+ অ-
রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জন আসামির বিরুদ্ধে তিনটি পৃথক মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

ঢাকার বিশেষ জজ আদালত–৫ এর বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করবেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের প্রবেশ মুখে পুলিশ তল্লাশি চৌকি বসানো হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, নিয়মিত সদস্যদের পাশাপাশি অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ দায়িত্বে আছেন। বিজিবির দুই প্লাটুনও দায়িত্বে রয়েছেন। স্থানীয় থানার পুলিশ ও র‍্যাব সদস্যরাও টহলে আছেন। নিরাপত্তা সংক্রান্ত এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

এদিকে সকালে তিনটি পৃথক মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন