[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফেনীতে মহাসড়কে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন, দুই জায়গায় অবরোধের চেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
ফেনীতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ছে দুর্বৃত্তরা। গতকাল রাত ১০টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সদর উপজেলার রামপুর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন 

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড় করানো যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার রামপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রনি-রানা পরিবহনের একটি বাস ওই এলাকার মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড় করানো ছিল। রাতে হঠাৎ অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তি আগুন ধরিয়ে দেন। এতে বাসটির সামনের অংশ পুড়ে যায়।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নাশকতা হতে পারে।’

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি কেন ওখানে রাখা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে ফেনীতে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁরা কাঠে আগুন দিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন, তবে ১০ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কর্মসূচিতে ১৫ থেকে ২০ জন মুখে মাস্ক পরে অংশ নেন। এ সময় তাঁরা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও ক্ষমতাচ্যুত সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তবে পুলিশের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান ওসি মোহাম্মদ সামসুজ্জামান।

অন্যদিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কেও কয়েক ব্যক্তি টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেন। রাত ১০টার দিকে উপজেলার চিথলিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। তবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কিছুক্ষণের মধ্যে অবরোধকারীরা স্থান ত্যাগ করেন।

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘অজ্ঞাতপরিচয় কয়েক যুবক রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দ্রুত সরে যায়। এতে কোনো হতাহত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন