[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গান–অভিনয় ছেড়ে দেওয়া তাহসান পর্দায় আসছেন যেভাবে

প্রকাশঃ
অ+ অ-
সংগীতশিল্পী তাহসান খান | ছবি: আয়োজকদের সৌজন্যে

মাসখানেক আগে সংগীতশিল্পী তাহসান খান ঘোষণা দিয়েছিলেন, তিনি আর গান করবেন না। এর আগে অভিনয় ছাড়ার ঘোষণাও দেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিনোদন–সংশ্লিষ্ট কোনো আড্ডাতেও আর থাকবেন না। তবে মঙ্গলবার জানা গেল, তাহসানকে আবার দেখা যাবে, তবে অন্যভাবে। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে সে খবর জানানো হয়েছে।

জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ ফিরছে সিজন ২ নিয়ে। এবারও অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ জানিয়েছে, শিগগিরই শুরু হবে নতুন সিজন, আর ডিসেম্বরে শুরু হবে শুটিং। এবার থাকবে আরও বেশি হাসি, মজা আর পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা এই প্রিয় গেম শোতে অংশ নিয়ে জিততে ও সেরা হতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, সিজন ২–এর ঘোষণার পাশাপাশি অনুষ্ঠানটির নিবন্ধনও শুরু হয়েছে। সারা দেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। যাঁরা পরিবারের সঙ্গে মজা করতে ভালোবাসেন বা নতুন কিছুতে চ্যালেঞ্জ নিতে চান, তাঁদের সবাইকে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’–এর প্রথম সিজন বিভিন্ন প্ল্যাটফর্মে ১০০ কোটির বেশি ভিউ এবং ২.৫ কোটির বেশি দর্শকের সম্পৃক্ততা পেয়েছিল। প্রথম সিজনের সব পর্ব এখনো বঙ্গতে বিনা মূল্যে দেখা যাচ্ছে। দর্শকেরা চাইলে সেই পর্বগুলো আবারও দেখতে পারবেন এবং বুঝতে পারবেন কেন অনুষ্ঠানটি এত জনপ্রিয় হয়েছিল। আয়োজকদের ধারণা, এবারও শোটি দর্শকদের মন জয় করবে।

তাহসানের উপস্থাপনায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’–এর প্রথম সিজন পরিচালনা করেছিলেন ওয়াহিদুল ইসলাম। এতে সারা দেশ থেকে অংশ নিয়েছিল ৪৮টি পরিবার। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন