একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে অন্তর্বর্তী সরকারের চিঠি
প্রকাশঃ
| নির্বাচন | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট একসঙ্গে নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ শনিবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, 'সরকার চিঠিতে জানিয়েছে গণভোট আয়োজন করা ইসির দায়িত্ব। চিঠিতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।'
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, 'সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'
ইসি আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের নির্দেশনার পর ইসিকে এখন একই সঙ্গে গণভোটের আয়োজনও করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন