[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কমিশনে কী হলো না হলো কিছু আসে যায় না, ৩১ দফা বাস্তবায়ন হবে: আমীর খসরু

প্রকাশঃ
অ+ অ-
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব’ প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ৬ নভেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন করবে, এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত দেখার বিষয় নয়।

বিনামূল্যে নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘৩১ দফার মধ্যে সংস্কারের একটি পূর্ণ রূপরেখা আছে। তাই তারা চাইছে বা চাইছে না, সেটা আর নয়। আমরা যারা যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছিলাম, আমরা আমাদের ৩১ দফা বাস্তবায়ন করব। ঐ কমিশন কী বলে, সেটা আমাদের জন্য কোনো বাধ্যবাধকতা নয়।’

এই মন্তব্য তিনি বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় করেছেন। সভার আয়োজন করেছে গণফোরাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি কামাল হোসেন। অসুস্থ থাকায় তাঁর লিখিত বক্তব্য পড়েন দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জামায়াতকে ইঙ্গিত করে আমীর খসরু বলেন, ‘অন্য রাজনৈতিক দল যদি কিছু দাবি করে, তারা জনগণের কাছে সেটা তুলে ধরতে পারে। সংসদে যেতেই পরিবর্তন করতে হবে। কিন্তু আপনি জোর করে ঢাকায় বসে আপনার দাবি মানাতে চান, এজন্য ঐকমত্য কমিশন বা সরকারের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছেন। জনগণ এভাবে ত্যাগ স্বীকার করেনি।’

এদিকে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ আন্দোলনরত আটটি দল জামায়াতসহ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছেন। এরপর মৎস্য ভবন মোড়ে এক ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ১১ নভেম্বরের আগে অন্তর্বর্তী সরকারকে দাবি মেনে নিতে সময় বেঁধে দেন। তা না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরামের নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোট বর্তমান সংবিধানের পরিপন্থী। তিনি বলেন, ‘এই সংবিধানে গণভোট করার কোনো বিধান নেই, এটা স্পষ্ট। যদি গণভোট করতে হয়, তাহলে আগে সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আনতে হবে। এবং এই পরিবর্তন করতে হবে সংসদে, কারণ সংসদ হচ্ছে জনগণের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান।’

গণভোটের ব্যাপারে বিএনপি যে উদারতা দেখিয়েছে, তা তিনি ঠিক মনে করছেন না। তিনি বলেন, ‘বিএনপি দেশে সহনশীলতা ও রাজনৈতিক ঐক্যের জন্য এই গণভোটের পক্ষে মত দিয়েছে, তা–ও নির্বাচনের দিন। কিন্তু আসলে নির্বাচনের দিনও গণভোট করা যায় না। এটি বিএনপির উদারতা হলেও, এটি ঠিক হয়নি। কারণ, এটি সংবিধান অনুসারে সঠিক নয়। নৈতিকভাবেও সঠিক নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে মেলানো যায় না। এই উদাহরণ দেখানোর কারণে আজ আমরা সমস্যার মুখোমুখি হচ্ছি।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সভায় আরও বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও নারী পক্ষের সভাপতি শিরীন হক। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন