ঈশ্বরদীতে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
![]() |
| পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উপজেলার থানা পাড়া এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
পাবনা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুকে মনোনয়নের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার আলহাজ্ব মোড় থেকে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল পর্যন্ত মিছিলটি শুরু হয়ে রাত সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে পথসমাবেশে রূপ নেয়। ‘ঈশ্বরদী উপজেলা-পৌর বিএনপি’ ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মশাল মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১৮ সালের পর মামলা ও হামলার শিকার হওয়া বিএনপির নেতা-কর্মীদের পাশে ছিলেন না হাবিব। কারও খবর নেননি তিনি।
বক্তারা বলেন, পাবনা-৪ আসনে দলের জনবান্ধব নেতা জাকারিয়া পিন্টুকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম ফজলুর রহমান, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ফারুক আহমেদ, ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোনা মনি প্রমুখ।
এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘মনোনয়ন অনেকেই চেয়েছেন। দল আমাকে পছন্দ করে প্রার্থী মনোনীত করেছে। তারা কেন বিরোধিতা করছে, এটা আমার জানা নেই।’
ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ‘আমরা বিএনপির একটি মশাল মিছিলের খবর পেয়েছি। পুলিশ সেখানে রয়েছে।’
৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়। এরপর থেকে তার মনোনয়ন পরিবর্তন করে জাকারিয়া পিন্টুকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবিতে সমর্থকেরা বিক্ষোভ মিছিল, পথসভা ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন