টাঙ্গাইলে গভীর রাতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
![]() |
| ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলায় চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটে। গতকাল রাত একটার দিকে উপজেলার বাঐখোলা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত একটার দিকে বাসাইল উপজেলার বাঐখোলা এলাকার ওই মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই স্থানে রাত ১১টার দিকে উত্তরবঙ্গগামী লেনে একটি দুর্ঘটনা ঘটে। এ কারণে সেখানে যানবাহন ধীরগতিতে চলছিল। ঢাকা থেকে পাবনাগামী ‘স্টার বাংলা’ নামের যাত্রীবাহী বাস রাত একটার দিকে ধীরগতিতে ওই স্থানে যাচ্ছিল। এ সময় বাসটির পেছন দিকে বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। সঙ্গে সঙ্গে বাসে আগুন লেগে যায়। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, জানিয়েছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন। তিনি বলেন, সৌভাগ্যক্রমে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

একটি মন্তব্য পোস্ট করুন