[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামে কিশোরকে গুলি, তিন তরুণকে কুপিয়ে জখম

প্রকাশঃ
অ+ অ-

চট্টগ্রাম সদরঘাটে গুলি ও ছুরিকাঘাতের ঘটনায় আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার মহব্বত গলিতে গুলি ও ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন। বুধবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মো. রিয়াদ (১৭) গুলিবিদ্ধ হয়েছেন। আর ছুরিকাঘাতে আহত হয়েছেন মো. সাইফুল (১৭), মো. আরমান (২২) ও নুর উদ্দিন (২৪)। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ বলছে, পূর্ববিরোধের জেরে এই হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে, একজন মাদক ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ায় এ হামলা হতে পারে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ছয়টি মোটরসাইকেলে ১২ থেকে ১৫ জন হামলাকারী আসে। প্রথমে নুর উদ্দিনকে কোপানোর চেষ্টা করা হয়। এরপর কিরিচ দিয়ে কোপানো হয় সাইফুলকে। আরমান ও নুর উদ্দিনের একজনের হাতে ও অন্যজনের মুখে কোপ দেওয়া হয়। পরে ভয়ে পালিয়ে যাওয়ার সময় রিয়াদকে গুলি করা হয়। স্থানীয় সন্ত্রাসী নাক্কা আলম এ হামলার নেতৃত্ব দেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর টাস্কফোর্সের বিশেষ অভিযানে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সদরঘাটসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নাক্কা আলম তাঁর ভাই। তাঁদের বিরুদ্ধে হত্যা ও মাদকের মামলা আছে।

সদরঘাট থানার ওসি আবদুর রহিম বলেন, 'জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর তাঁর সহযোগীরা সন্দেহ করছেন, আহত তরুণেরা তাকে ধরিয়ে দিয়েছে। এ কারণেই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।'

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন