[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাছ ফেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

প্রকাশঃ
অ+ অ-

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে লোহাগাড়ায় সড়ক অবরোধ হয়েছে। আজ জুমার নামাজ শেষে উপজেলার আমিরাবাদ স্টেশনে | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্থানীয় বাসিন্দারা দুই লেনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে সড়ক অবরোধ করেছেন। শুক্রবার জুমার নামাজের পর উপজেলা পরিষদ ও আমিরাবাদ স্টেশনের পাশে এই কর্মসূচি পালিত হয়। অবরোধের কারণে মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের আশ্বাসের পর মহাসড়ক থেকে সরে যান বাসিন্দারা।

অবরোধকারীরা বলছেন, দুই লেনের সড়কের কারণে প্রায়ই দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে। এছাড়া মাঝেমধ্যেই সড়কে দুর্ঘটনা ঘটছে, যেখানে প্রাণহানি পর্যন্ত ঘটছে। এ সবের পরও সরকারের পক্ষ থেকে সড়কের দিকে নজর দেওয়া হচ্ছে না।

লোকাল বাসিন্দা তামিম মির্জা বলেন, ‘দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার করে ছয় লেন করতে হবে। ফিটনেসহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। না হলে মহাসড়কে দুর্ঘটনা কমবে না।’

অবরোধে অংশ নেওয়া লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন বলেন, মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি মেনে নিলে তারা কঠোর কর্মসূচি নেবেন। তিনি দ্রুত সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ছয় লেনের দাবিতে ছাত্র-জনতা মহাসড়ক অবরোধ করেছিল। আমরা তাদের দাবি সরকারের উচ্চ পর্যায়ে জানাব। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন