সাবের হোসেন চৌধুরী ও স্ত্রীর নামে মামলার সিদ্ধান্ত দুদকের
সাবের হোসেন চৌধুরী | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন |
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তাঁর স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ১২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১৬৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হবে। আর তাঁর স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে ২৬ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হবে।
এদিকে, জ্ঞাত আয়বহির্ভূত ৪ কোটি ২ লাখ ৭৪ হাজার ২৯৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। তাঁর স্ত্রী জেসমিন নাহারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন