[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কাঁচা মরিচের দাম আবার ৩০০ টাকার ওপরে, সবজি বাজারে আগুন

প্রকাশঃ
অ+ অ-

কাঁচা মরিচ | ছবি: পদ্মা ট্রিবিউন 

কাঁচা মরিচের দাম আবার ৩০০ টাকা ছাড়িয়েছে। খুচরা বাজারে এখন এক কেজি কাঁচা মরিচের দাম প্রায় ৩২০ টাকার কাছাকাছি। সাধারণ ক্রেতারা একসঙ্গে এক কেজি মরিচ কেনেন না; ২৫০ গ্রাম কিনতে তাঁদের খরচ হয় অন্তত ৭৫–৮০ টাকা।

পাঁচ দিন আগেও এক কেজি মরিচের দাম ছিল ২০০–২২০ টাকা। অর্থাৎ সাম্প্রতিক সময়ে প্রতি কেজিতে ১০০–১২০ টাকা বৃদ্ধি হয়েছে। গত আগস্টের মাঝামাঝি সময়ে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০০ টাকা ছাড়িয়েছিল।

আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, বিজয় সরণিসংলগ্ন কলমিলতা বাজার ও কারওয়ান বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রায় ১৫টি সবজির দোকান আছে। সকালে দেখা গেছে, কোনো দোকানেই ৩২০ টাকার নিচে কাঁচা মরিচ পাওয়া যায়নি। মান ভালো হলে দাম আরও একটু বেশি রাখা হচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, গত তিন দিনে ভারী বৃষ্টি হয়েছে। একই সময়ে পূজার ছুটিতে পণ্য আমদানিও কমেছে। এর ফলে বাজারে কাঁচা মরিচসহ সবজির সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে।

শুধু কাঁচা মরিচ নয়, বাজারে অধিকাংশ সবজির দামও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম কেজিতে ২০–৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া মাছ, মুরগি, ডাল ও চালের দামও উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, এখন এক কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০–১৫০ টাকায়, যা সপ্তাহখানেক আগে ছিল প্রায় ১০০ টাকার। ছয়-সাত দিন আগে ধরনভেদে এক কেজি বেগুন ৮০–১০০ টাকায় বিক্রি হয়েছিল, যা বৃহস্পতিবার ১২০–১৪০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে চড়া দাম তাল বেগুনের; কেজি ২২০ টাকার ওপরে।

অন্যান্য সবজির দাম কেজিতে ২০–৩০ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী পটোল, চিচিঙ্গা, ঝিঙে, ধুন্দুল, লাউ প্রভৃতি ৭০–৮০ টাকায় এবং কাঁকরোল, করলা, ঢ্যাঁড়স, বরবটি ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ৭০–৮০ টাকার নিচে এখন খুব কম সবজি পাওয়া যায়। টাউন হল ও কলমিলতা বাজারেও একই ধরনের দাম দেখা গেছে; কারওয়ান বাজারে দাম কিছুটা কম থাকে।

কৃষি মার্কেটের সবজি বিক্রেতা আব্বাস আকন্দ জানান, 'বর্তমানে দেশে উৎপাদিত কাঁচা মরিচ ও টমেটো খুব কম। বিক্রি হওয়া বেশিরভাগই ভারত থেকে আমদানি করা। তবে পূজার ছুটির কারণে আমদানিও কমেছে। পাশাপাশি দুই-তিন দিনের বৃষ্টির কারণে দেশীয় সবজির সরবরাহও কমেছে। এসব কারণে সবজির দাম এতটা চড়া।' 

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাইয়েদ হুদা বলেন, 'সবজির দামে কোনো লাগাম নেই। তিন-চার প্রকারের সবজি কিনলেই খরচ ৪০০ টাকার ওপরে চলে যাচ্ছে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন