[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অনুষ্ঠান বন্ধ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধায় উদীচীর উদ্বেগ

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশ উদীচীর লোগো

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি, অনুষ্ঠান বন্ধ করা বা শিল্পীদের নিরুৎসাহিত করার প্রবণতায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচীর নেতারা বলেন, দীর্ঘদিন ধরেই মৌলিক সাংস্কৃতিক অধিকার হুমকির মুখে পড়ছে।

উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে শনিবার এক বিবৃতিতে বলেন, যেকোনো গণতান্ত্রিক দেশে শিল্প-সংস্কৃতির চর্চা অবাধ ও নিরাপদ হওয়া উচিত। উৎসব, নাট্যপ্রদর্শনী, সংগীতানুষ্ঠান বা মুক্ত সাংস্কৃতিক আয়োজন—এসব জায়গায় অযৌক্তিক হস্তক্ষেপ শুধু শিল্পীদের অবমাননা নয়, এটি সমাজের গণতান্ত্রিক চেতনা ও মানবিক সংস্কৃতির ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে বলা হয়, সংস্কৃতি মানে মানুষের মুক্তচিন্তা, সহনশীলতা ও মানবতার চর্চা। সংস্কৃতির ক্ষেত্র সংকুচিত করা মানে মানুষকে চিন্তাহীন ও অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংস্কৃতিক কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করা সরকারের দায়িত্ব। কোনো গোষ্ঠী, দল বা ব্যক্তির চাপের কারণে অনুষ্ঠান বন্ধ হওয়া সভ্য সমাজের লক্ষণ নয়। এটি মুক্তিযুদ্ধের চেতনা ও সাংবিধানিক অধিকারকেও প্রশ্নবিদ্ধ করে।

উদীচীর নেতারা বলেন, ভয় ও দমননীতির মাধ্যমে সংস্কৃতির প্রবাহ রুদ্ধ করা যাবে না। তারা দেশের সব প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, চিন্তাশীল নাগরিক ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন