[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত

প্রকাশঃ
অ+ অ-
মো: জাহিদ | ছবি: সংগৃহীত

নীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির সময় ‘ককটেল’ বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে, জানিয়েছে স্বজন ও হাসপাতাল সূত্র।

নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল মেরামতের দোকানে কাজ করতেন ।

জাহিদের ভগ্নিপতি রবিন হোসেন বলেন, ভোরে ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময় জাহিদ বাসা থেকে বের হন। সামনের দিকে এগোলে একটি ককটেল এসে তাঁর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।

রবিন হোসেন জানান, জাহিদকে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ভোর সাড়ে চারটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন