[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশঃ
অ+ অ-

ঘটনাস্থলে পুলিশসহ স্থানীয় লোকজন উপস্থিত | ছবি: পদ্মা ট্রিবিউন 

নওগাঁর বদলগাছি উপজেলার জগৎনগর গ্রামে ডাকাত দলের এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে ডাকাত দলের হামলায় একই পরিবারের চার সদস্য আহত হন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।

নিহত ব্যক্তির নাম আসাদুল ইসলাম (৪৫)। তিনি বদলগাছি উপজেলার কোলার পালশা গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, আসাদুল নওগাঁ শহরে ইজিবাইক চালাতেন এবং পরিবারসহ সেখানেই থাকতেন।

পুলিশ জানায়, জগৎনগর গ্রামের ভাঙারি ব্যবসায়ী আলামিন বৃহস্পতিবার দুই ট্রাক ভাঙারি মাল বিক্রি করেন। বিক্রির টাকা তিনি বাড়িতে রাখেন—এ তথ্য জানার পর শুক্রবার গভীর রাতে ৪–৫ জন ডাকাত তাঁর বাড়িতে ঢুকে তাঁকে মারধর করেন। শব্দ শুনে আলামিনের ভাই আসাদুল, মা আয়েশা খাতুন ও বাবা নজরুল ইসলাম এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আসাদুল ইসলাম ধরা পড়েন। গ্রামবাসী তাঁকে পেটাতে থাকেন। খবর পেয়ে বদলগাছি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত আসাদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বদলগাছি থানার ওসি আনিছুর রহমান বলেন, মৃত্যুর আগে আসাদুল পুলিশকে জানিয়েছেন, তাঁরা ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিলেন। নিহত ব্যক্তির লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন