[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশঃ
অ+ অ-

ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা। শনিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন 

নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ তাদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শনিবার দিনব্যাপী অনুষ্ঠান হয়। ছিল শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা, ‘ধ্রুবতারা’ ভাঁজপত্রের মোড়ক উন্মোচন, সাহিত্য পদক বিতরণ, কেক কাটা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে পরিষদ চত্বরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান কামাল। এরপর ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে প্রতিষ্ঠাতা প্রয়াত মুজিবুর রহমান বিশ্বাস ভবঘুরের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান কামাল। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ, ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, প্রফেসর আখতার হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সহসভাপতি জাহিদুল আলম সোনু, মোস্তাক আহমেদ কিরন, অধ্যাপক ড. আব্দুর রউফ, অধ্যাপক আব্দুল দাইয়ান, সালেক শিবলু, ড. হুমায়ুন কবির বিপ্লব, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আশিকুর রহমান লুলু, সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক দুদু, সেলিম সরদার, আতাউর রহমান বাবলু প্রমুখ।

আলোচনা সভায় বক্তব্য রাখছেন মজিদ মাহমুদ | ছবি: পদ্মা ট্রিবিউন 

বক্তব্যে কবি মজিদ মাহমুদ বলেন, সাহিত্য মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, ‘৪৯ বছর ধরে পরিষদ টিকে আছে কারণ সাহিত্য মানুষের জীবনের সঙ্গে যুক্ত। ভবঘুরে মুজিবুর রহমানের মতো মানুষই সাহিত্যকে জীবন্ত রাখেন। সাহিত্যকে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত।’ এছাড়া তিনি ঈশ্বরদীতে আরও বড় পরিসরে সাহিত্য-সংস্কৃতি আয়োজনের প্রস্তাব দেন।

রবীন্দ্রনাথ ও নজরুল প্রসঙ্গে মজিদ মাহমুদ বলেন, ‘নজরুল মানবতার কবি। তিনি অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছিলেন এবং জ্ঞানের সন্ধান করতেন। এছাড়া রবীন্দ্রনাথের নজরুল সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্যও তুলে ধরেন।’

সভা সমন্বয় করেন সাধারণ সম্পাদক এস আলমগীর এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান টিপু।

আলোচনা সভার শেষে প্রথমবারের মতো ‘মুজিবুর রহমান বিশ্বাস ভবঘুরে সাহিত্য পদক’ প্রদান করা হয় গবেষক ও কবি মজিদ মাহমুদের হাতে। এর আগে ‘ধ্রুবতারা’ ভাঁজপত্রের মোড়ক উন্মোচন, প্রেসক্লাব চত্বরের বৃক্ষরোপণ ও কেক কাটা হয়।

পরিষদের কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পী স্নিগ্ধা, নুরুল ইসলাম বাবলু, নিউটন আলমগীর কবিতা আবৃত্তি করেন। গান পরিবেশন করেন মাসুদ রানা, পাপ্পু ও অতিথি শিল্পী মানিক মন্ডল।

সংগঠন সূত্রে জানা যায়, পদক পাওয়া মজিদ মাহমুদ পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরগড়গড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। আশির দশক থেকে তিনি লেখালেখি করছেন। তাঁর কবিতা ও প্রবন্ধে জীবন, প্রেম, প্রকৃতি ও মানুষের ভাবনা সহজভাবে ফুটে ওঠে। এখন পর্যন্ত তিনি ৬০টির বেশি বই লিখেছেন এবং জাতীয় প্রেসক্লাব পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন