[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর

প্রকাশঃ
অ+ অ-
এইচএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার ঢাকার বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের নোটিস বোর্ডে নিজের আসন খুঁজছেন এক পরিক্ষার্থী  | ছবি: পদ্মা ট্রিবিউন 

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৬ অক্টোবর।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা  এ তথ্য জানিয়েছেন।

চলতি বছরের এইচএসসি–সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা দেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী।

এদিন সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার।

সোমবার দুপুরে তিনি বলেন, 'বৃহস্পতিবার ফল প্রকাশের চূড়ান্ত অনুমোদন শিক্ষা মন্ত্রণালয় থেকে পেয়েছি। সেদিন সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের মতো খুব বেশি আনুষ্ঠানিকতা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোই ফল প্রকাশ করবে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন