[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
নিহত ছাত্রদল নেতা অপু দাশ | ছবি: দলীয় কর্মীদের সৌজন্যে

চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাশ (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে এই ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও একজন আহত হন, তবে তাঁর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ একদল যুবক অপু দাশের ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা সঙ্গে থাকা ব্যক্তিকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ বলেন, 'নিহত অপু দাশ হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। তাঁকে একদল যুবক ছুরিকাঘাত করে পালিয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানানো হবে।' 

এর আগে গত সপ্তাহে উপজেলার মদুনাঘাট পুলিশ ফাঁড়ির কাছে এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই স্থানের মাত্র পাঁচ কিলোমিটার দূরে এক সপ্তাহের ব্যবধানে ছাত্রদল নেতার হত্যাকাণ্ড ঘটল।

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হাটহাজারীর চৌধুরীহাটে মানুষের ভিড় | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন