গভীর রাতে দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা নিহত
![]() |
জাহিদুল ইসলাম | ছবি: সংগৃহীত |
বাগেরহাটের কচুয়ায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মী জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নিহত হয়েছেন। গত সোমবার রাত সোয়া তিনটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি কচুয়া উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, দুই বিয়ের কারণে জাহিদুলের পারিবারিক অশান্তি চলছিল। সোমবার গভীর রাতে শিবপুর এলাকায় নিজের বাড়িতে প্রথম স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বাড়ির বাইরে ৮–১০ জন এসে তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাঢ়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন বলেন, ‘তিনি যুবদলের কর্মী ছিলেন। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন