ইলা মিত্রের জন্মশতবার্ষিকী: আলোচনা সভায় কৃষকের মুক্তির আহ্বান
![]() |
| আলোচনা সভায় বক্তরা | ছবি: আয়োজকদের সৌজন্যে |
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, দুঃশাসন হটিয়ে বাম গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় এলে কৃষকের প্রকৃত মুক্তি এনে বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো গড়ে তুলবে।
শনিবার রাজধানীর মুক্তিভবনে কৃষকের তেভাগা আন্দোলন ও ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সিপিবি নেতারা এসব মন্তব্য করেন।
সভায় নেতারা বলেন, তেভাগা আন্দোলন মূলত শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠার একটি বিপ্লব। কৃষকদের তেভাগা কায়েম হলেও মুক্তি মেলেনি। তেভাগা আন্দোলনের সময় লড়াই ছিল জমিদার ও জোতদারের বিরুদ্ধে। এখন কৃষকের লড়াই বহুমাত্রিক; পুঁজিবাদী সমাজ কাঠামোয় পুঁজির মালিক, কৃষি উপকরণের উৎপাদক বহুজাতিক কোম্পানি এবং বাজার সিন্ডিকেটের একচেটিয়া বাণিজ্য কৃষকদের নিঃস্ব করে দিচ্ছে।
এ সময় ইলা মিত্রের ছবিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা দক্ষিণ কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা জেলা কমিটি, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী।
![]() |
| কমরেড ইলা মিত্রের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা | ছবি: আয়োজকদের সৌজন্যে |
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মো. শাহ আলম, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি এস এম এ সবুর এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুর রহমান।
সভা সঞ্চালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন। সভার শুরুতে উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। ঢাকার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ইলা মিত্রের জন্মশতবর্ষ উদযাপন করে।
শনিবার, ১৮ অক্টোবর, শোষিত ও নিপীড়িত সাঁওতাল কৃষকদের রানিমাখ্যাত বিপ্লবী ইলা মিত্রের জন্মশতবর্ষ পূর্ণ হলো।
৩১ অক্টোবর ঝিনাইদহের শৈলকুপায় দলটির পক্ষ থেকে তার পৈতৃক ভূমিতে জন্মশতবর্ষ উদযাপন করা হবে।


Comments
Comments