[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্বামীর কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

প্রকাশঃ
অ+ অ-
বুধবার রাত ১১টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে খালেদা জিয়ার গাড়িবহর দেখা যায় | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর পরিদর্শন করে দোয়া করেছেন দলটির চেয়ারপারসন ও তাঁর সহধর্মিণী খালেদা জিয়া।

বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়া বুধবার রাত ১০টায় গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরের দিকে রওনা হন। রাত ১১টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরের কাছে তাঁর গাড়িবহর দেখা যায়। তিনি সেখানে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত অবস্থান করেন এবং স্বামীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

বুধবার রাত ১১টার পরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া | ছবি: পদ্মা ট্রিবিউন

খালেদা জিয়ার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কবরের এলাকায় জড়ো হতে শুরু করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়া খালেদা জিয়ার কবর পরিদর্শনের কারণ জানতে চাইলে এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'এটা কোনো আনুষ্ঠানিকতা নয়। ম্যাডাম স্বামীর কবর জিয়ারত ও দোয়া করার জন্য এসেছেন।'

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন